
দৃষ্টি নিউজ:
বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের এলেঙ্গা রিসোর্টের সামনে বুধবার(২৪ জুন) দুপুরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নানী-নাতনী নিহত হয়েছেন।
নিহতরা হচ্ছেন- ধনবাড়ী উপজেলার গোবিন্দচর গ্রামের মরিয়ম আক্তার(২০) ও উমেছা বেগম(৬০)। তারা সম্পর্কে নানী-নাতনী।
এ ঘটনায় সিএনজি চালকসহ আরো তিন জন আহত হয়েছেন। আহতদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন জানান, বুধবার দুপুরে টাঙ্গাইলগামী একটি সিএনজি চালিত অটোরিকশা ও ধনবাড়ীগামী বিনিময় পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে সিএনজি চালিত অটোরিকশার যাত্রী নানী উমেছা বেগম ও নাতনী মরিয়ম আক্তার ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় সিএনজি চালিত অটোরিকশা চালকসহ আরো তিনজনকে গুরুতর আহতাবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ বাসটিকে আটক করতে পারলেও চালক ও হেলপার পলাতক রয়েছেন বলে জানান তিনি।
