আজ- রবিবার | ৯ নভেম্বর, ২০২৫
২৪ কার্তিক, ১৪৩২ | দুপুর ১:৪৮
৯ নভেম্বর, ২০২৫
২৪ কার্তিক, ১৪৩২
৯ নভেম্বর, ২০২৫, ২৪ কার্তিক, ১৪৩২

এলেঙ্গায় সড়ক দুর্ঘটনায় নানী-নাতনী নিহত

দৃষ্টি নিউজ:

বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের এলেঙ্গা রিসোর্টের সামনে বুধবার(২৪ জুন) দুপুরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নানী-নাতনী নিহত হয়েছেন।

নিহতরা হচ্ছেন- ধনবাড়ী উপজেলার গোবিন্দচর গ্রামের মরিয়ম আক্তার(২০) ও উমেছা বেগম(৬০)। তারা সম্পর্কে নানী-নাতনী।

এ ঘটনায় সিএনজি চালকসহ আরো তিন জন আহত হয়েছেন। আহতদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

https://youtu.be/eGGetNvavp0

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন জানান, বুধবার দুপুরে টাঙ্গাইলগামী একটি সিএনজি চালিত অটোরিকশা ও ধনবাড়ীগামী বিনিময় পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে সিএনজি চালিত অটোরিকশার যাত্রী নানী উমেছা বেগম ও নাতনী মরিয়ম আক্তার ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় সিএনজি চালিত অটোরিকশা চালকসহ আরো তিনজনকে গুরুতর আহতাবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ বাসটিকে আটক করতে পারলেও চালক ও হেলপার পলাতক রয়েছেন বলে জানান তিনি।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়