দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের উপ-শহর এলেঙ্গা পৌর আওয়ামীলীগের উদ্যোগে শুক্রবার(৯ জুন) ইফতার মাহফিল শামছুল হক সরকারি ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ওই ইফতার মাহফিলে টাঙ্গাইল-৪(কালিহাতী) আসনের সাংসদ আলহাজ হাছান ইমাম খান সোহেল হাজারি, এফবিসিসিঅঅই’র পরিচালক ও আ’লীগের উপ-কমিটির সহ-সম্পাদক আবু নাসের, কালিহাতী উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, জেলা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার লিয়াকত আলী, উপজেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক আলহাজ আনোয়ার হোসেন মোল্লা, এলেঙ্গা পৌর আ’লীগের সভাপতি গোলাম মোহাম্মদ খান, সাধারণ সম্পাদক আনিস মোল্লা, যুগ্ম-সম্পাদক সুকুমার ঘোষ প্রমুখ সহ স্থানীয় আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।