আজ- মঙ্গলবার | ১১ নভেম্বর, ২০২৫
২৬ কার্তিক, ১৪৩২ | রাত ১১:৩৬
১১ নভেম্বর, ২০২৫
২৬ কার্তিক, ১৪৩২
১১ নভেম্বর, ২০২৫, ২৬ কার্তিক, ১৪৩২

ওষুধকে নেশা হিসেবে বিক্রি করায় সোয়া লাখ টাকা দণ্ড

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ঘাটাইলে ব্যথা নাশক ওষুধ পেন্টাডল ট্যাবলেট নেশার বস্তু হিসেবে বিক্রির দায়ে দুই ওষুধ ব্যবসায়ীকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (৫ জানুয়ারি) ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার সরকারের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত ওই দণ্ড দেন।

দণ্ডিত ওষুধ ব্যবসায়ীদ্বয় হচ্ছেন, ঘাটাইল পৌরসভার লোনা মেডিকেল হলের মালিক স্থানীয় আশরাফ আলীর ছেলে রাসেল ও দেওয়ান রায়হান মেডিকেল হলের মালিক উসমান গণির ছেলে রায়হান।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন।

এ সময় নেশা জাতীয় নিষিদ্ধ পেন্টাডল ট্যাবলেট বিক্রির দায়ে লোনা মেডিকেল হলের মালিক রাসেলকে এক লাখ টাকা এবং দেওয়ান রায়হান মেডিকেল হলের মালিক রায়হানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার জানান, মাদকের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে। নেশা জাতীয় নিষিদ্ধ পেন্টাডল ওষুধ বিক্রির দায়ে লোনা ও দেওয়ান রায়হান মেডিকেল হলের মালিককে প্রাথমিকভাবে সতর্কতামূলক জরিমানা করা হয়েছে।

ভবিষ্যতে নেশা জাতীয় নিষিদ্ধ ওষুধ পাওয়া গেলে তাদেরকে কারাদণ্ড সহ ব্যবসা প্রতিষ্ঠান সীলগালা করা হবে।

প্রকাশ, টাপেন্টাডল মূলত ব্যথানাশক ট্যাবলেট। পেন্টাডল, ট্যাপেন্টা ইত্যাদি নামে বিভিন্ন ওষুধ কোম্পানি এটা বাজারজাত করে। কিন্তু মাদকাসক্তরা এটাকে মাদকের বিকল্প হিসেবে ব্যবহার করছে।

হেরোইন ও ইয়াবার দাম বেশি হওয়ায় স্বল্পমূল্যের এ ট্যাবলেটই বেছে নিয়েছে তারা। ঘাটাইলে ১৮ টাকা মূল্যের এ ‘নেশার’ ট্যাবলেট অবাধে ১০০-১৫০টাকায় বিক্রি হচ্ছে।

উল্লেখ্য, গত বছরের ৮ জুলাই এ ট্যাবলেটকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের তফসিলভুক্ত হিসেবে ঘোষণা করেছে সরকার।

এছাড়া ঔষধ প্রশাসন পরিদপ্তর থেকে নির্দিষ্ট ফার্মেসিতে বিক্রিসহ প্রেসক্রিপশন ছাড়া বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়