দৃষ্টি নিউজ:
‘বিশ্বে হবো সেরা জাতি, নিজকে প্রথম গড়বো খাঁটি’ স্লোগানে টাঙ্গাইলের করটিয়া জমিদার বাড়ীর রোকেয়া মহলে লাইটহাউজ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৭ ডিসেম্বর) সকালে ওই প্যারেন্টিং কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন, কুমুদিনী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. খলিলুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সাবালিয়া আদর্শ হাইস্কুল অ্যান্ড কলেজের গভর্নিংবডির সভাপতি আহসান হাবীব মাসুদ। প্রধান আলোচক ছিলেন, প্যারেন্টিং ও ক্যারিয়ার কনসালটেন্ট ডক্টর আহসান হাবীব ইমরোজ।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটেন মানসিক হাসপাতালের প্যারেন্টি কনসালটেন্ট সাবেক উপ-পরিচালক জিয়াউল হক এবং লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন, আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন কলসালটেন্ট ও গবেষক ডক্টর মো. আব্দুল বারী।
হারুনুর রশীদের সভাপতিত্বে মো. জোবায়েরের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, লাইটহাউজ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও প্রধান শিক্ষক যথাক্রমে জাহানুর চৌধুরী ও শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে স্কুল-কলেজের শিক্ষার্থী ছাড়াও দুই শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন।