দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল সদর উপজেলার বাণিজ্যিক এলাকা করটিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পবিত্র কোরআন খতম দেওয়া হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকালে করটিয়ার তালুকদার পাড়া জামে মসজিদে ২০জন কোরআনে হাফেজ ওই খতমে কোরআনে অংশ নেন।
সাবেক ছাত্রলীগ নেতা নুরুল হুদা তালুকদারের আয়োজনে কোরআন খতম শেষে বঙ্গবন্ধু ও তার পরিবার এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এ সময় টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান আনছারী, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার সহ আওয়ামীলীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
