
দৃষ্টি নিউজ:
বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের করটিয়া হাটবাইপাস এলাকায় রোববার(৫ জুলাই) বিকালে ট্রাকের ধাক্কায় এনামুল হক সুমন(২৫) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
নিহত এনামুল হক সুমন ঢাকার আশুলিয়া এলাকার ইসলামনগর গ্রামের লেহাজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর আরোহী গুরুতর আহত হয়েছেন।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক রেজাউল করিম জানান, ঢাকার আশুলিয়া থেকে ছেড়ে আসা দেলদুয়ারের পাথরাইলগামী একটি মোটরসাইকেল মহাসড়কের করটিয়া হাট বাইপাস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক নিহত হন। মোটরসাইকেলে থাকা অপর আরোহী জহিরুল ইসলাম গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
