দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল সদর উপজেলার করটিয়ায় শনিবার(২৮ ডিসেম্বর) সকালে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ব্রাইট এডুকেশন ফ্যামিলির ফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজাহান আনছারী।
ব্রাইট এডুকেশন ফ্যামিলির চেয়াম্যান মোহাম্মদ আতিকুর রহমানের সভপত্বিতে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, করটিয়া ইউনিয়নের চেয়ারম্যান খালেকুজ্জামান চৌধুরী মজনু, আবেদা খানম গাল্স হাই স্কুল অ্যান্ড কলেজের সাবেক সভাপতি ও জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন তালুকদার, সরকারি সা’দত কলেজের সাবেক জিএস সৈয়দ আব্দুল মান্নান বাবুল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক খান মোহাম্মদ ছগীর, সা’দত কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক আজিজুর রহমান বাবলা, সৈয়দ মোহাম্মদ বাবু প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চলনা করেন, ব্রাইট এডুকেশন ফ্যামিলির সহকারী শিক্ষক মো. জুয়েল হোসেন। আমন্ত্রনে ছিলেন ব্রাইট এডুকেশন ফ্যামিলির অধ্যক্ষ তাহেরা জান্নাত।
