দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল সদর উপজেলার করটিয়ায় আবেদা খানম গার্লস স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল, জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, কালোব্যাজ ধারণ, শোকর্যালি, গণভোজ, আলোচনা সভা, দোয়া মাহফিল ইত্যাদি। [vsw id=”GwkK06chwdQ” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”no”]
মঙ্গলবার(১৫ আগস্ট) সকালে আবেদা খানম গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের একটি শোকর্যালি করটিয়া বাজার, বিশ্বরোড সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কলেজ মাঠে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, আবেদা খানম গার্লস স্কুল অ্যান্ড কলেজের সভাপতি আলহাজ আনোয়ার হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান, জাহাঙ্গীর হোসেন মিয়া, আলমগীর হোসেন মিয়া, বজলুর রহমান মিয়া, মীর আনিছুর রহমান, প্রদীপ চন্দ্র শীল প্রমুখ।