দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল সদর উপজেলার ৪ নং করটিয়া ইউনিয়নের ২০১৭-১৮ অর্থ বছরের উন্মুক্ত বাজেট মঙ্গলবার(২৫ এপ্রিল) উপস্থাপন করা হয়েছে। এ অর্থ বছরে মোট ৪৩ লাখ ৯ হাজার ৩৪০টাকার বাজেট উপস্থাপন করা হয়।
করটিয়া ইউনিয়ন পরিষদ ভবনের হলরুমে অনুষ্ঠিত উন্মুক্ত বাজেট উপস্থান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইউপি চেয়ারম্যান খালেকুজ্জামান চৌধুরী মজনু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার জিনাত জাহান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সৈয়দ মাজেদুল হক নাঈম, সাধারণ সম্পাদক আলমগীর সিকদার, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি এমদাদুল হক এনামূল, সাধারণ সম্পাদক কাজী শিবলু চৌধুরী, প্যানেল চেয়ারম্যান শাহীন হোসেন, ২ নং ওয়ার্ড মেম্বার শফিকুল ইসলাম শফিক প্রমুখ। অনুষ্ঠানে বাজেট উপস্থাপন করেন, ইউপি সচিব মো. নুরুল হুদা।
অনুষ্ঠানে গত অর্থ বছরের বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন, ইউনিয়ন ডেভেলপমেন্ট অফিসার মশিউর রহমান।