দৃষ্টি নিউজ:
সিলেটের জালালাবাদ কলেজ ছাত্রলীগ নেতা শাহিন ও আরিফের উপর ইসলামী ছাত্র শিবিরের বর্বরোচিত হামলার প্রতিবাদে টাঙ্গাইলের করটিয়া সরকারি সা’দত কলেজ শাখা ছাত্রলীগ বিক্ষোভ মিছিল করেছে।
বুধবার(৯ আগস্ট) সকালে বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান সোহেল, যুগ্ম-আহ্বায়ক মো. শফিউল আলম মুকুল, তানভিরুল ইসলাম হিমেল, কলেজ শাখা ছাত্রলীগ নেতা মো. রতন মিয়া, খন্দকার হাসান জুয়েল, মুনির আনসারী, অনিক আনসারী প্রমুখ।
বিক্ষোভকারীরা সিলেটের জালালাবাদ কলেজ ছাত্রলীগ নেতা শাহিন ও আরিফের উপর শিবির কর্মীদের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।