
দৃষ্টি নিউজ:
করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যেও টাঙ্গাইলের কালিহাতী উপজেলার লৌহজং নদীতে অবৈধ বাংলা ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করার দায়ে চার ব্যবসায়ীর প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
রোববার(৫ এপ্রিল) দুপুরে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম আরা নিপার নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত ওই দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন, কালিহাতী উপজেলার ইছাপুর গ্রামের মোজাফফর আলীর ছেলে গিয়াস উদ্দিন, গোহালিয়াবাড়ী গ্রামের আব্দুল আলীমের ছেলে রাকিব হাসান, মৃত ইনছান আলীর ছেলে আব্দুল আলীম ও টাঙ্গাইল সদর উপজেলার ঘোষপাড়া এলাকার মৃত জাবেদ আলীর ছেলে আব্দুস সালাম আকন্দ।
কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম আরা নিপা জানান, লৌহজং নদী থেকে অবৈধ বাংলা ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চার ব্যক্তির প্রতিজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত কয়েক হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়। ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বরৈও জানান তিনি।
