দৃষ্টি বিনোদন:

ঢালিউডে নায়িকা শাবনুরের সফল পদচারনা। অভিনয় নৈপুণ্যে জয় করে নিয়েছেন অগনিত ভক্তদের হৃদয়। দীর্ঘদিন দখল করে রেখেছিলেন অভিনয় জগতে নায়িকা চরিত্র। তাকে ঢালিউডের সম্রাজ্ঞী নামেও অভিহিত করা হয়।
বিয়ে, বয়স ও দৈহিক ফিটনেসের কারণে অনেক দিন ছবি থেকে দূরে ছিলেন এই নায়িকা। বিয়ের পর অস্ট্রেলিয়ায় পারি জমান এই নায়িকা। কিন্তু সম্প্রতি ‘কাঁটাতারের বেড়া’ নামে একটি ছবিতে মূল নায়িকা চরিত্রে ফিরছেন বলে জানা গেছে।
তবে তার বিপরীতে নায়কের ভূমিকায় কাকে নেয়া হবে তা এখনো প্রকাশ করা হয়নি। এক্ষেত্রে দর্শকদের জন্য চমক রয়েছে বলে জানান ‘কাঁটাতারের বেড়া’র পরিচালক।
ছবিটিতে অভিনয়ের জন্য শাবনুর অস্ট্রেলিয়ান নিউট্রেশিয়ান ও জিমে নিজেতে ইতোমধ্যে তৈরি করেও নিয়েছেন।চলচ্চিত্রটিতে শাবনূরকে নতুন গ্ল্যামারাস হিসেবে ভক্তরা পাবে বলে জানায় জাজ মাল্টিমিডিয়া। শাবনূর পুরোপুরি তৈরি হলেই এই ছবির শুটিং শুরু হবে বলেও জানানো হয়।