আজ- রবিবার | ৯ ফেব্রুয়ারি, ২০২৫
২৬ মাঘ, ১৪৩১ | ভোর ৫:৪২
৯ ফেব্রুয়ারি, ২০২৫
২৬ মাঘ, ১৪৩১
৯ ফেব্রুয়ারি, ২০২৫, ২৬ মাঘ, ১৪৩১

কালিহাতীতে অগ্নিকাণ্ডে আট দোকান পুড়ে কোটি টাকার ক্ষয়ক্ষতি

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের কালিহাতীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৮টি দোকান পুড়ে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার(১৪ নভেম্বর) রাত নয়টার দিকে উপজেলার আউলিয়াবাদ বাজারে ওই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

 

 

 

 

বাজারের ব্যবসায়ীরা জানায়, গ্রামাঞ্চল হওয়ায় বাজারের সকল দোকানপাট সন্ধার পরপরই বন্ধ হয়ে যায়। রাত প্রায় নয়টার দিকে স্থানীয়রা একটি দোকানে আগুন দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। মুহুর্তের মধ্যে আগুন বাজারের অন্য দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

 

 

 

 

 

 

 

 

এতে ওষুধের দোকান, থান কাপড়ের দোকান, মোটরসাইকেল মেকানিকের দোকান, থাই গ্লাসের দোকান, লেদ মেশিন ঘর ও ইলেক্ট্রিকের দোকান সহ ৮টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

এদিকে কালিহাতী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনজুরুল ইসলাম জানান, রাত সাড়ে ১০টার দিকে অগ্নিকা-ের সংবাদ পেয়ে কালিহাতী ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পরে এলেঙ্গা ও ঘাটাইল ফায়ার সার্ভিসের আরও ২টি ইউনিট ঘটনাস্থলে যায়।

 

 

 

 

 

 

 

 

 

 

 

তিনি আরও জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এঘটনায় ৮টি দোকান পুড়ে যায়। তবে সুনির্দিষ্ট ভাবে আগুন লাগার কারন ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে কাজ করছে ফায়ার সার্ভিস।

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়