
দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের কালিহাতীতে আনন্দ র্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে রোববার(২৩ জুন) বাংলাদেশ আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
কালিহাতী পৌর আওয়ামীলীগের উদ্যোগে শহীদ শফি সিদ্দিকী চত্ত্বর থেকে আনন্দ র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনঃরায় শহীদ শফি সিদ্দিকী চত্ত্বরে এসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে কেক কাটা হয়। পরে শহীদ শফি সিদ্দিকী চত্ত্বরের মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কালিহাতী পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বিকম, রিয়াজ উদ্দিন আহমেদ, হানিফ উদ্দিন তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা পারভীন, এমএ মালেক ভূঁইয়া, বল্লা ইউপি চেয়ারম্যান চান মাহমুদ পাকির, পারখী ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী তালুকদার, গোহালিয়াবাড়ী ইউপি চেয়ারম্যান হযরত আলী তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি নুরুন্নবী সরকার, সাধারণ সম্পাদক শাহ আলম মোল্লা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, কালিহাতী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
