দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের কালিহাতীতে বন্যায় পানিবন্দি পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী ও বন্যায় ক্ষতিগ্রস্ত ১১ তাঁতি পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
রোববার(১৬ আগস্ট) বন্যা কবলিত এলাকা পরিদর্শন শেষে স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারি ওই ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপজেলার বল্লা ইউনিয়নের রামপুর এলাকার ১৫০টি পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী, ১১টি তাঁতি পরিবারের মাঝে নগদ অর্থ(জিআর ক্যাশ) ও ১৬টি পরিবারের মাঝে শিশুখাদ্য বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রী বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন, বল্লা ইউপি চেয়ারম্যান হাজী চান মাহমুদ
পাকির, উপজেলা আ’লীগের সদস্য খন্দকার আব্দুল মাতিন, বল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশিদুল হাসান লাভলু সহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, এক কেজি মসুর ডাল, এক কেজি লবণ, এক কেজি চিনি, দুই কেজি চিড়া, এক লিটার সয়াবিন তেল ও শিশুখাদ্য হিসেবে নুডুলস্, গুড়াদুধ ইত্যাদি।
