দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের কালিহাতী থানা ভবনের দ্বিতীয় তলায় বুধবার(৫ জুলাই) ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। এতে মাদক, সন্ত্রাস, জঙ্গি, ছিনতাই, বাল্য বিয়ে, ইভটিজিং প্রতিরোধে মতবিনিময় করা হয়।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ মো. মীর মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের সিনিয়র সহকারী পুলিশ সুপার(কালিহাতী সার্কেল) মো. মাসুদুর রহমান মনির, কালিহাতী থানার অফিসার ইনচার্জ(তদন্ত) মো. মুস্তাফিজুর রহমান, কালিহাতী উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আনছার আলী বিকম, সাধারণ সম্পাদক আসলাম সিদ্দিকী ভুট্টু গোহালিয়াবাড়ী ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, দশকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক ভূইয়া। অনুষ্ঠানে দুর্গাপুর ইউনিয়নের কদিম হামজানী দক্ষিণপাড়া ও কদিম হামজানী উত্তরপাড়ার লোকজনদের মধ্যে দীর্ঘ ৪০ বছরের সমস্যা নিষ্পত্তি করা হয়।