
দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের কালিহাতীতে রিনা আক্তার(২০) নামে এক কলেজ ছাত্রী ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার(২৬ জুলাই) বিকালে উপজেলার মালতী গ্রামে ঘরে ফ্যানের সাথে ফাঁসিতে ঝুঁলে আত্মহত্যা করেন। তিনি রবিউল ইসলামের মেয়ে এবং ভূঞাপুর ইব্রাহীম খাঁ কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী।
স্থানীয়রা জানায়, রিনা আক্তারের বিয়ের কথাবার্তা চলছিল। বিয়ে সংক্রান্ত জটিলতার কারণে অভিমানে আত্মহত্যা করেছেন তিনি।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ(ওসি) হাসান আল মামুন আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
