দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দশকিয়া ইউনিয়নের ধলাটেঙ্গর কালিবাড়ীর পাশ থেকে শনিবার(২৩ ডিসেম্বর) ফয়সাল নামে এক কিশোরের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফয়সাল(১৮) উপজেলার টুনি মগড়া গ্রামের রমজান আলীর ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, ফয়সাল শুক্রবার(২২ ডিসেম্বর) আছরের নামাজের পর থেকে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি। শনিবার সকালে কালিবাড়ীর পাশে স্থানীয়রা একটি রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ(ওসি) কামরুল ফারুক ঘটনাস্থল পরিদর্শন করে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শনিবার সকালে ফয়সাল নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
তার শরীরের বিভিন্ন অংশ রক্তাক্ত ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- ওই কিশোরকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে ফেলে রেখে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।