আজ- ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার  বিকাল ৪:০১

কালিহাতীতে কুপিয়ে মাদকাসক্ত যুবক হত্যা

 

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা গ্রামের পোষ্ট অফিস পাড়ায় শুক্রবার(২৭ সেপ্টেম্বর) রাতে ইয়াছিন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার(২৮ সেপ্টেম্বর) সকালে পুলিশ যুবকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। নিহত যুবক ইয়াছিন(২৪) কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের সিংগাইর গ্রামের দিনইলাহির ছেলে।


পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত ইয়াছিনসহ প্রায় ১০-১২ যুবক বল্লা পোষ্ট অফিস পাড়ার বিশু মিয়ার বাড়ির একটি পরিত্যক্ত ঘরে প্রায়ই মাদক সেবন করতো। স্থানীয়রা শুক্রবার রাতেও তাদের উপস্থিতি দেখতে পায়। শনিবার সকালে বিশু মিয়ার স্ত্রী ওই যুবকের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে চিৎকার-চেচাঁমেটিতে প্রতিবেশিরা এগিয়ে আসে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।


এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ(ওসি) আবুল কালাম ভূইয়া জানান- নিহত যুবকের হাত-পা ভাঙ্গা, শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। থানা পুলিশ ও সিআইডির তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিহত ওই যুবকসহ আরও বেশ কয়েকজন ওই স্থানটিতে প্রায়ই মাদক সেবন করতো। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে বলেও তিনি জানান।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno