দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের কালিহাতীতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি গঠন করা হয়েছে। এতে আতোয়ার রহমান সিদ্দিকী স্বপনকে আহ্বায়ক, অ্যাডভোকেট হুমায়ুন কবীরকে সদস্য সচিব এবং নুরুন নবী সিদ্দিকী, হুমায়ুন খালিদ, বরকত আলী, অ্যাডভোকেট তোয়াজ আলীকে যুগ্ম-আহ্বায়ক মনোনীত করা হয়েছে।
কালিহাতীর এলেঙ্গা রিসোর্টে সম্প্রতি এক সভায় ১০১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি অনুমোদন দেয় টাঙ্গাইল জেলা শাখার নেতৃবৃন্দ।
এ সময় কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মোল্লা, ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট কেএম আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মনি আরজু প্রমুখ।
