আজ- শুক্রবার | ১৪ নভেম্বর, ২০২৫
২৯ কার্তিক, ১৪৩২ | রাত ১১:৩৮
১৪ নভেম্বর, ২০২৫
২৯ কার্তিক, ১৪৩২
১৪ নভেম্বর, ২০২৫, ২৯ কার্তিক, ১৪৩২

কালিহাতীতে চাঁদাবাজি বন্ধের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের কালিহাতীতে বিভিন্ন শপিংমল, টেলিকম সার্ভিস, প্রাইভেট ক্লিনিক, ফার্মেসী, ফ্রিজ-টেলিভিশনের শো-রুম, বস্ত্র বিপণীসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা।

বুধবার(২৮ অক্টোবর) সকালে কালিহাতী কলেজ মোড় বণিক সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিলটি কলেজ মোড় থেকে শুরু হয়ে কালিহাতী থানায় গিয়ে সমবেত হয়।

এ সময় কালিহাতী থানার ওসি সওগাতুল আলম চাঁদাবাজি বন্ধে ব্যবসায়ীদের সাথে বসে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে আইনী সহায়তার আশ্বাস দিলে বিক্ষোভ মিছিল বন্ধ করে ব্যবসা প্রতিষ্ঠানে ফিরে যায়।

বিক্ষোভ মিছিলে কালিহাতী কলেজ মোড় বণিক সমিতির সভাপতি রেজাউল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক খন্দকার শহীদুল ইসলাম বুলেট, নিরাময় জেনারেল প্রাইভেট

হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক ওয়াদুদ তৌহিদ, সানোয়ার বস্ত্রালয়ের স্বত্ত্বাধিকারী সানোয়ার হোসেন, মাহিম ফ্যাশনের স্বত্ত্বাধিকারী মহিম সিদ্দিকী সহ কালিহাতী কলেজ মোড় বণিক সমিতির ব্যবসায়ীরা অংশ নেয়।

প্রকাশ, মঙ্গলবার(২৭ অক্টোবর) কালিহাতী পৌরসভার সাতুটিয়া গ্রামের শ্রমিক নেতা শহিদুল ইসলাম শহীদের ছেলে একাধিক মামলার আসামি সাগর তার লোকজন নিয়ে কালাম গার্মেন্টসে গিয়ে চাঁদা দাবি করে।

চাঁদা দিতে অস্বীকার করায় সাগর তার সঙ্গীরা স্বত্ত্বাধিকারী কালাম ও তার দোকানে অতর্কিত হামলা চালায়।

এ ঘটনায় কালামসহ তিন জন আহত হয়। পরে আশে পাশের ব্যবসায়ীরা এগিয়ে এলে সাগর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ব্যবসায়ীরা তাকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়