কালিহাতী প্রতিনিধি:

কালিহাতী উপজেলা কমপ্লেক্স ভবন থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়।
কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মজনু মিয়া, কালিহাতী পৌর বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার সহিদুর রহমান সিদ্দিকী, কালিহাতী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর রহমান মিল্টন প্রমুখ।
এসময় উপজেলা প্রকৌশলী(এলজিইডি) আরিফ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আশরাফ আলী, প্রেসক্লাবের সভাপতি রঞ্জণ কৃষ্ণ পন্ডিত, উপজেলা যুব দলের যুগ্ম-আহ্বায়ক লুৎফর রহমান লেলিন সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।