আজ- শুক্রবার | ৭ নভেম্বর, ২০২৫
২২ কার্তিক, ১৪৩২ | রাত ৩:৫৩
৭ নভেম্বর, ২০২৫
২২ কার্তিক, ১৪৩২
৭ নভেম্বর, ২০২৫, ২২ কার্তিক, ১৪৩২

কালিহাতীতে জামায়াতের ৭মহিলা কর্মীসহ ১০জন গ্রেপ্তার

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সাকরাইল থেকে রোববার(১৫ সেপ্টেম্বর) দুপুরে জামায়াতে ইসলামীর ৭মহিলা সদস্যসহ ১০ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জিহাদী বই উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, সাকরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেন, জামায়াতে ইসলামীর উপজেলা মহিলা কমিটির সভাপতি রত্না বেগম, সাধারণ সম্পাদক আয়নুন্নাহার বেগম, সক্রিয় সদস্য লাকী বেগম, হাফিজা বেগম, হাওয়া বেগম, লিপি বেগম, রাবেয়া খাতুন, সৈকত ও ফরহাদ আলী।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ(ওসি) হাসান আল মামুন জানান, উপজেলা জামায়াতের ১০জন সক্রিয় সদস্য উপজেলার বাংড়া ইউনিয়নের সাকরাইল গ্রামে আনোয়ার মাস্টারের বাড়িতে গোপন বৈঠক করছিলেন। গোপনে সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরো জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে জিহাদী বই ও জামায়াতে ইসলামীর বিভিন্ন কাগজপত্র পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়