কালিহাতী প্রতিনিধি:
টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে কালিহাতী উপজেলার রাজাবাড়ী লিঙ্ক রোডে বৃহস্পতিবার(৬ ফেব্রুয়ারি) সকালে ট্রাক চাপায় ইব্রাহীম খলিল (৫০) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। নিহত ইব্রাহীম উপজেলার নারান্দিয়া ইউনিয়নের কদমতলীর মৃত ইনতাজ আলী সরকারের ছেলে এবং কালিহাতীর সয়া দাখিল মাদ্রাসা সহকারী শিক্ষক।
কালিহাতীর এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সরোয়ার জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ইব্রাহীম খলিল মোটরসাইকেলযোগে টাঙ্গাইল যাচ্ছিলেন। পথিমধ্যে কালিহাতীর রাজাবাড়ীতে পৌঁছলে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে ইব্রাহীম খলিলের মৃত্যু হয়।
তিনি জানান, আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।