দৃষ্টি নিউজ:
বঙ্গবন্ধু সেতু-ঢাকা রেললাইনের টাঙ্গাইলের কালিহাতী উপজেলার চরভাবলা নামকস্থানে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে অজ্ঞাত (৪০) নারী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার(১৪ সেপ্টেম্বর) বিকালে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেন।
প্রত্যক্ষদর্র্শীরা জানান, বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়ক সংলগ্ন কালিহাতী উপজেলার চরভাবলা এলাকায় বৃহস্পতিবার বিকাল পৌনে চারটার দিকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের নিচে অজ্ঞাত ওই নারী দৌঁড়ে এসে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এবিষয়ে টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনের মাস্টার জালাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা ঘটনাটি গাজীপুরের রেলওয়ে পুলিশকে অবহিত করেছি।