দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা নামকস্থানে রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।
বঙ্গবন্ধুসেতু পূর্ব ইব্রাহিমাবাদ রেল স্টেশন মাস্টার আব্দুল মান্নান জানান, ভোরে বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে যানজট থাকায় ওই ব্যক্তি গাড়ি থেকে নেমে ট্রেন লাইন দিয়ে হাটাহাটি করছিল। এসময় রংপুর থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছলে ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
