দৃষ্টি নিউজ:
যমুনা সেতু-জয়দেবপুর রেললাইনে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ৫ নম্বর ব্রিজের পাশে ধলাটেঙ্গর এলাকায় শনিবার(৪ জানুয়ারি) সকালে রেল লাইন পাড় হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। নিহতরা হচ্ছেন- ধলাটেঙ্গর গ্রামের নিলু মন্ডল ও তার স্ত্রী কল্পনা রাণী মন্ডল।
নিহতের পরিবার জানায়, শুক্রবার(৪ জানুয়ারি) দিনগত রাতে পাশের গ্রাম রৌহায় ধর্মীয় কীর্ত্তন হচ্ছিল। নিলু মন্ডল ও কল্পনারাণী মন্ডল সারারাত কীত্তন শুনেন। সকালে স্বামী-স্ত্রী ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে রেল লাইন পাড় হচ্ছিলেন।
এ সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরিবারের লোকজন খবর পেয়ে দুই জনের মরদেহ বাড়িতে নিয়ে যান। এদিন দুপুরে সামাজিক শ্মশানে তাদের শেষকৃত্য সম্পন্ন করা হয়।
যমুনা সেতু পূর্ব ইব্রাহীমাবাদ স্টেশনের মাস্টার শাহীন মিয়া জানান, ঘটনার পরপরই মরদেহ দুটি পরিবারের লোকজন নিয়ে গেছেন। দুপুরে সামাজিক শ্মশানে তাদের দাহ সম্পন্ন করা হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।