
দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার(২ জুলাই) দুপুরে উপজেলার হাতিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।
জানা যায়, মঙ্গলবার দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি উপজেলার হাতিয়া এলাকায় পৌঁছলে অজ্ঞাত এক নারী ট্রেনে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়।
এ বিষয়ে বঙ্গবন্ধুসেতু রেলস্টেশনের কিম্যান আশরাফুল ইসলাম বলেন, লাশটিকে স্থানীয়রা চিনতে না পাড়ায় রেল পুলিশকে খবর দেয়া হয়েছে। তারা এসে লাশ নিয়ে গেছে।
