আজ- রবিবার | ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
৩ ফাল্গুন, ১৪৩১ | সন্ধ্যা ৬:৫৮
১৬ ফেব্রুয়ারি, ২০২৫
৩ ফাল্গুন, ১৪৩১
১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৩ ফাল্গুন, ১৪৩১

কালিহাতীতে ডাকাতির প্রস্তুতিকালে ছয় দুষ্কৃতিকারী গ্রেপ্তার

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের কালিহাতীতে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ছয় দুষ্কৃতিকারীকে একটি পিকআপভ্যান সহ গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার(২১ ডিসেম্বর) দিবাগত রাতে বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় নানা ধরনের অস্ত্র উদ্ধার করা হয়। টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার(কালিহাতী সার্কেল) আব্দুল্লাহ আল ইমরান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

 

 

গ্রেপ্তাতারকৃতরা হচ্ছেন- সিরাজগঞ্জ সদর উপজেলার চর বনবাড়িয়া গ্রামের গহের আলীর ছেলে শামীম শেখ, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বেলতৈল গ্রামের আমছের আলীর ছেলে আব্দুল লতিফ, একই উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া গ্রামের একাব্বর মিয়ার ছেলে রাসেল মিয়া, ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের উত্তর চরবাহারী গ্রামের রহিম উদ্দিনের ছেলে রবিউল ইসলাম রবি, নিকরাইলের সিরাজকান্দি গ্রামের সোরহাব আলীর ছেলে খাদেম আলী এবং কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ীর আব্দুল লতিফের ছেলে আব্দুল্লাহ হিল কাফি।

 

 

 

 

 

 

 

 

রোববার(২২ ডিসেম্বর) দুপুরে কালিহাতী থানায় এক সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল ইমরান জানান, ডাকাতির প্রস্তুতিকালে কালিহাতী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূইয়ার নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিনগত রাতে বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড অভিযান চালান।

 

 

 

 

অভিযানে একটি পিকআপভ্যান সহ উল্লেখিত ছয় ডাকাতকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় বিভিন্ন ধরনের অস্ত্র চাপাতি, হাতুড়ি, লাঠি ও ছুরি উদ্ধার করা হয়।

 

 

 

 

 

 

 

এএসপি আব্দুল্লাহ আল ইমরান আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে এবং তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ডাকাতি করছিল। পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়