দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের কালিহাতী থানা পাড়ার দুই প্রবাসীর ছেলে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছে, থানাপাড়ার প্রবাসী লাল মাহমুদের ছেলে নীরব (৫) ও প্রবাসী দুলাল মিয়ার ছেলে জাহিদ (৪)।
জানা যায়, মঙ্গলবার(২৫ এপ্রিল) দুপুরে নীরব ও জাহিদ খেলাধুলার একপর্যায়ে বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। অভিভাবকরা তাদের খোঁজাখুজি করে না পেয়ে লোকমারফত জানতে পেরে শিশুদ্বয়কে পানি থেকে উঠিয়ে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ খন্দকার মো. আখেরুজ্জামান মিয়া জানান, দুপুরে নীরব ও জাহিদ খেলতে গিয়ে বাড়ির সামনের ডোবায় পড়ে গেলে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।