আবদুল হাই শিবলী:
টাঙ্গাইলের কালিহাতীতে উপজেলা প্রশাসন ও সাধারণ পাঠাগারের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে বাংলা নববর্ষকে বরণ করে নেওয়া হয়েছে।
কালিহাতী আরএস পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুক্রবার(১৪ এপ্রিল) সকালে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় টাঙ্গাইল-৪(কালিহাতী) আসনের সাংসদ ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারি, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন, কালিহাতী সাধারণ পাঠাগার ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আনছার আলী বিকম সহ নানা শ্রেণি-পেশার লোকজন অংশ নেয়। শোভাযাত্রায় হরেক রকম সাজে ছোট-বড় নারী-পুরুষ সব ধর্মের মানুষ ও স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহন করে। শিশুদেরকে বর্ণিল সাজে মহাআনন্দে শোভাযাত্রায় ঘোড়ার গাড়ি, পালকি, নৌকা, হাজার বছরের বাঙালি সংস্কৃতি গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি উপস্থাপন করতে দেখা যায়। হাজারো নারী-পুরুষ বাংলার চিরায়ত সাজে বরণ করে নববর্ষ। মঙ্গল শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক, বাসস্ট্যান্ড, হাসপাতাল রোড হয়ে আবার কালিহাতী আরএস পাইলট হাইস্কুলে এসে শেষ হয়। এরপর পান্তা উৎসব অনুষ্ঠিত হয়। পরে শুভেচ্ছা বক্তব্যে মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারি এমপি এবছর পহেলা বৈশাখের ‘মঙ্গল শোভাযাত্রা’ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ার আনন্দে বড় পরিসরে ‘শেখ রাসেল স্মৃতি ফুটবল খেলা’ আয়োজনের ঘোষণা দেন। এছাড়া, নববর্ষকে বরণ উপলক্ষে দিনভর লাঠি খেলা, স্থানীয় বিভিন্ন সংগঠনের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।