দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বেলটিয়া-আলীপুরে বুধবার(২৫ অক্টোবর) যমুনা নদী তীরবর্তী জনবসতি রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণ ও নদী খননের পূর্বে জমির মালিকদের ন্যায্য মূল্য প্রাপ্তির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার।
গোহালিয়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খায়রুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কালিহাতী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মোল্লা, গোহালিয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী তালুকদার, কালিহাতী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক কমান্ডার আব্দুল হাই আকন্দ, স্থানীয় ইউপি সদস্য ডলি খাতুন প্রমুখ।
সমাবেশে কালিহাতী উপজেলার নদী ভাঙনের শিকার গোহালিয়াবাড়ী ও দুর্গাপুর ইউনিয়নের সহস্রাধিক লোকজন অংশ নেয়।
