আজ- বৃহস্পতিবার | ২৩ জানুয়ারি, ২০২৫
৯ মাঘ, ১৪৩১ | সন্ধ্যা ৭:২৫
২৩ জানুয়ারি, ২০২৫
৯ মাঘ, ১৪৩১
২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ, ১৪৩১

কালিহাতীতে বাছেত স্মৃতি ফাউন্ডেশনের বৃত্তিপ্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলের কালিহাতীতে মাস্টার আব্দুল বাছেত মিয়া স্মৃতি ফাউন্ডেশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলার গান্ধিনা লায়ন ফেরদৌস আলম ফিরোজ কলেজ মাঠে শুক্রবার(২২ সেপ্টেম্বর) দুপুরে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা গভর্নর লায়ন কাজী সাইফুল ইসলাম এমজেএফ।
এ উপলক্ষে মাস্টার আব্দুল বাছেত মিয়া স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি লায়ন ফেরদৌস আলম ফিরোজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, প্রাক্তন জেলা গভর্নর লায়ন জোনায়েদ ইকবাল, প্রথম ভাইস জেলা গভর্নর আশফাকুর রহমান, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর মোবারক হোসেন। এসময় টাঙ্গাইল জেলা বাকশিসের আহ্বায়ক আজহার আলী মিয়া, কালিহাতী কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম, ফাউন্ডেশনের সদস্য সচিব ও শামসুল হক কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান হাসান হাফিজুর রহমান, উপজেলা বাকশিসের সাধারণ সম্পাদক বাবর আলী তালুকদার, ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক আব্দুল বাছেত তালুকদার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার হিসেবে সার্টিফিকেট ও প্রাইজবন্ড দেওয়া হয়।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়