দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ শুরু করা হয়েছে। বৃহস্পতিবার(১২ ডিসেম্বর) সকালে উপ-শহর এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ে তিন মাস ব্যাপী স্মার্ট কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন, ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আব্দুর রহিম।
কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইনের সভাপতিত্বে ওই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমান, কালিহাতী উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আতাউল হক, সহকারী নির্বাচন অফিসার মো. শেখ আশিকুল আলম ও কালিহাতী থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঞা।
পরে অতিথিরা ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করেন। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।