দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নগরবাড়ী গ্রামের জনৈক বারেক মিয়ার সেচপাম্প ঘর থেকে শনিবার(২২ এপ্রিল) গভীর রাতে ৫ গ্রাম হেরোইন ও ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, কালিহাতী উপজেলার দেউপুর গ্রামের মাজেদ আলীর ছেলে রনি(২৭), নগরবাড়ী গ্রামের মৃত জোয়াহের আলীর ছেলে মোজাম্মেল(৩২) এবং ঘাটাইল উপজেলার লোকেরপাড়া গ্রামের লস্কর আলীর ছেলে বাবু ভূঁইয়া(২৬)।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ খন্দকার মো. আখেরুজ্জামান মিয়া বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, তাদের বিরুদ্ধে কালিহাতী থানায় একটি নিয়মিত মামলা রুজু করে অঅদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।