দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সিংহটিয়া গ্রামে অত্যাচার সইতে না পেরে মাদকাসক্ত আমিনুর(৩৫) নামের এক যুবককে পিটিয়ে খুন করার অভিযোগে নিহতের মা রোকেয়া ও খালাত মামা শরীফকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত আমিনুর সিংহটিয়া গ্রামের শওকত আলীর ছেলে। মঙ্গলবার (৩০ জুলাই) আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃত মা ও মামাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায়, কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নের সিংহটিয়া গ্রামের শওকত আলীর ছেলে আমিনুর একজন মাদকাসক্ত ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে মাদক কেনার টাকার জন্য পরিবারের সদস্যদের উপর বিভিন্নভাবে অত্যাচার করছিল। এতে পরিবারের লোকজন অতিষ্ঠ হয়ে ওঠে।
ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে রোববার(২৮ জুলাই) তার মা রোকেয়া বেগম, মামা উপজেলার রামপুর পুরাতন বাজারের মৃত আনছের আলীর ছেলে রমজান আলী, খালাত ভাই রামপুর পুরাতন বাজারের মৃত আবুবক্করের ছেলে শরীফসহ ৫-৬ জন ঘরের ভেতরে আমিনুরকে রশি দিয়ে বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় ওইদিনই তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সোমবার(২৯ জুলাই) বিকালে আমিনুরের মৃত্যু হয়।
কালিহাতী থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা আসাদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত দুইজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ(ওসি) কামরুল ফারুক জানান, ঘটনার সাথে সংশ্লিষ্টতার অভিযোগ এনে নিহতের বাবা শওকত আলী বাদী হয়ে মা রোকেয়া বেগম সহ পাঁচজনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। দুজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।