দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শেখ রাসেলের ৫৩তম জন্মদিন উদযাপিত হয়েছে। বুধবার(১৮ অক্টোবর) বিকালে উপজেলা শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে পালিমা প্রাথমিক বিদ্যালয় মাঠে জন্মদিন উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি জয়নাল আবেদীন জনির সভাপতিত্বে জন্মদিনের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার লিয়াকত আলী। প্রধান আলোচক ছিলেন, এফবিসিসিআই’র পরিচালক ও আওয়ামী লীগ নেতা আবু নাসের। অনুষ্ঠান উদ্বোধন করেন, কালিহাতী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মনিরুজ্জামান মনির।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলার নারান্দিয়া ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি হুরমুজ তালুকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা মাছুদ তালুকদার, রোকন মাষ্টার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান তুহিন, পলাশ সিদ্দিকী প্রমুখ। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।