দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাগুটিয়া কেন্দ্রীয় সাধু সংঘ সাংস্কৃতিক জোটের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৩ জুলাই) সন্ধ্যায় সাধু সংঘ সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল সাহার সভাপতিত্বে সম্মেলনে আল কামাল হোসাইন রতনকে সভাপতি ও রফিকুল ইসলামকে সাধারন সম্পাদক করে ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
এরআগে খিলদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে সম্মেলনের উদ্বোধন করেন, টাঙ্গাইল সত্যধাম লালন সংসদের সভাপতি লিজু বাউলা। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া লালন একাডেমির শিল্পী মিজানুর রহমান ভুট্টো। সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাধু সংঘের সভাপতি হরিমোহন পাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খিলদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, ঢাকা জজকোর্টের অ্যাডভোকেট অজিত কুমার মজুমদার, টাঙ্গাইল জেলা বাউল সমিতির সভাপতি সুনিল সরকার ও সাধু সংঘের সাবেক সাধারণ সম্পাদক বিজন গোঁসাই। অনুষ্ঠান পরিচালনা করেন, সাধু সংঘের সদস্য সচিব শুভ্র মজুমদার।
কালিহাতীর সুশীল সমাজ, কেন্দ্রীয় সাধু সংঘ, সাধু সংঘ পাঠাগার ও লালন সাঁইজির ভক্ত-অনুরাগীরা নয়া কমিটিকে অভিনন্দন জানান। শেষে কেন্দ্রীয় সাধু সংঘ সাংস্কৃতিক জোটের পরিবেশনায় লালন সংগীত পরিবেশন করা হয়।