
দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের কালিহাতীতে ছাত্রলীগের সাবেক নেতা হাবিবুর রহমান হাবিব ব্যক্তিগত উদ্যোগে কর্মহীন ও নিম্নআয়ের মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার(৩ এপ্রিল) কালিহাতী উপজেলার সালেংকা, এলেঙ্গা, বাগুটিয়া, সিংগুরিয়া ও নগরবাড়ীসহ ৮টি পয়েণ্টে তিন শতাধিক মানুষের মাঝে চাল, ডাল, তেল, আলু ও সাবান বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণকালে কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।
