
দৃষ্টি নিউজ:
বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে কালিহাতী উপজেলার সরাতৈল নামকস্থানে সোমবার(২২ জুলাই) সকালে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন।
বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার ওসি মোশারফ হোসেন বলেন, মহাসড়কে কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় এক অজ্ঞাত ব্যক্তিকে অজ্ঞাত একটি গাড়ি চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তি নিহত হয়। পরে পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে তার বয়স আনুমানিক ৪০ বছর।
