দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার মোছা. শাহীনা আক্তারের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত রোববার(২৯ অক্টোবর) ৯টি অবৈধ বাংলা ড্রেজার মেশিন পুড়িয়ে দিয়েছেন।
রোববার দুপুরে কালিহাতী উপজেলার সিংনা কুমড়ী ও রাজাফৈর বিলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধ ড্রেজার মেশিনের চালক/মালিকদের না পাওয়ায় ৯টি ড্রেজার মেশিন আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
অবৈধ ড্রেজারগুলোর মালিকদের মধ্যে স্থানীয় সামাদ ম্যালেটারী, লতিফ, সাইফুল, মাহমুদ আলীর নাম জানাগেছে।
উপজেলা নির্বাহী অফিসার মোছা. শাহীনা আক্তার জানান, তিনি কালিহাতী যোগদান করার পর থেকেই অবৈধ ড্রেজার দিয়ে মাটি-বালু উত্তোলনের বিষয়ে অবগত হন। এসব ড্রেজার পরিবেশ ও অন্যান্য স্থাপনার জন্য মারাত্নক ক্ষতিকর।
