দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পশ্চিমাঞ্চলের পাঁচটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে মতবিনিময় করেছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশি ও জেলা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার লিয়াকত আলী। রোববার(২২ অক্টোবর) ইঞ্জিনিয়ার হাউজে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিয়ময় সভায় উপস্থিত ছিলেন, দশকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মালেক ভূঁইয়া, গোহালিয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী তালুকদার, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামানিক, সল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলীম, নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুকুর মামুদ।
মতবিনিময় সভায় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে ঐক্যবদ্ধভাবে বিজয়ী করতে একাত্মতা প্রকাশ করেন।