কালিহাতী প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১ ফেব্রুয়ারি) বিকালে বিয়ারামারুয়া এলাকায় অনুষ্ঠিত মতুবুনময় সভায় প্রধান অতিথি ছিলেন, গোহালিয়াবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মতিউল আলম তালুকদার।
ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তারের সভাপতিত্বে ওই মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম বাবলু, সাবেক সাধারণ সম্পাদক আবু তালেব, সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন, বিএনপি নেতা আবু বক্কার, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস প্রমুখ।
এ সময় ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।