দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বন্যার্তদের মাঝে বুধবার(২৩ আগস্ট) ব্যক্তি উদ্যোগে ত্রাণ বিতরণ করেছেন জেলা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলী।
দুর্গাপুর ইউনিয়নের রামদেবপুর, দুর্গাপুর, বেরীপটল, চরহামজানী, চরদুর্গাপুর গ্রামের বন্যার্তদের মাঝে পটল বাজার প্রাঙ্গণে ত্রাণ বিতরন করা হয়।
টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ও কালিহাতী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪(কালিহাতী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার লিয়াকত আলী নিজ অর্থায়নে ওই ত্রাণ সামগ্রী বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রমাণিক, আওয়ামী লীগ নেতা আবু হানিফ তালুকদার, আব্দুল খালেক এবং স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য বাক্তিবর্গ।