আজ- ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার  বিকাল ৩:১৩

কালিহাতীর পালিমা উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের পালিমা রোকেয়া হারান-কোবাদ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(৩ অক্টোবর) বিকালে উপজেলা নারান্দিয়া ইউনিয়নের পালিমা রোকেয়া হারান-কোবাদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।


বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মানিক মিয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী লুৎফর রহমান, পালিমা রোকেয়া হারান-কোবাদ আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এসএম নুরুল হক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লিটন প্রমানিক, বিশিষ্ট ব্যবসায়ী পিয়ার আলী, নারান্দিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আলাউদ্দিন, ব্যবসায়ী হারুন অর রশিদ প্রমুখ।


ক্রীড়া প্রতিযোগিতায় ২৩টি ইভেন্টে বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


পরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মানিক মিয়ার সৌজন্যে বৃত্তি পরীক্ষায় মেধাবী শিক্ষার্থীদেরও পুরস্কার দেওয়া হয়। পুরো পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তফিজুর রহমান।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno