
দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের কালিহাতী প্রেসক্লাবের সাংবাদিকদের মাঝে সুরক্ষা সামগ্রী(পিপিই) বিতরণ করা হয়েছে। শনিবার(১৬ মে) সকালে কালিহাতী প্রেসক্লাবের সদস্য ইমরুল হাসান বাবু ব্যক্তিগত উদ্যোগে ওই পিপিই বিতরণ করেন।
জানা যায়, চলতি করোনা ভাইরাসের সংক্রমণের সময়েও কালিহাতী প্রেসক্লাবের সদস্যরা কোন প্রকার সুরক্ষা সামগ্রী ছাড়াই ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছিলেন। অথচ জেলার বিভিন্ন প্রেসক্লাবের সংবাদ কর্মীদেরকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সুরক্ষা সামগ্রী দেওয়া হয়।
বিষয়টি বিবেচনায় নিয়ে ক্লাবের সদস্য ও দৈনিক ঢাকা প্রতিদিনের প্রতিনিধি ইমরুল হাসান বাবু ব্যক্তিগত উদ্যোগে প্রেসক্লাবের সদস্যদের সুরক্ষা সামগ্রী বিতরণের উদ্যোগ নেন। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে প্রেসক্লাবের ১০ সদস্যের মাঝে তিনি পিপিই বিতরণ করেন।
এ সময় কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি রঞ্জন কৃষ্ণ পন্ডিত সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
