কালিহাতী প্রতিনিধি:

কালিহাতী প্রেসক্লাবের সভাপতি রঞ্জন কৃষ্ণ পন্ডিতের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপি দক্ষিণ আফ্রিকা শাখার সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান সিদ্দিকী লিটন, কিতাব আলী স্মৃতি ফাউন্ডশনের প্রধান উপদেষ্ঠা ওয়ারেছুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর আনোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান, এলেঙ্গা পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. মামুন প্রমুখ। মতবিনিময় সভা সঞ্চালনা করেন, কালিহাতী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর রহমান মিল্টন।
এসময় কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি দুলাল হোসেন, সহ-সভাপতি কামরুল হাসান মিয়া ও রাইসুল ইসলাম লিটন, যুগ্ম-সম্পাদক আব্দুস সাত্তার, সাবেক যুগ্ম-সম্পাদক সোহেল রানা, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক শামীম আল মামুন, দপ্তর সম্পাদক শাহীন আলম, ক্রীড়া সম্পাদক নুর-নবী রবিন ও কার্যকরী কমিটির সিনিয়র সদস্য আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
সভায় সাংবাদিকদের সঙ্গে এলাকার রাজনৈতিক পরিস্থিতি ও গণমাধ্যমের ভূমিকা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা সাংবাদিকতার স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় একসঙ্গে কাজ করার মতামত ব্যক্ত করেন।