আজ- বৃহস্পতিবার | ১৩ নভেম্বর, ২০২৫
২৮ কার্তিক, ১৪৩২ | বিকাল ৫:১৫
১৩ নভেম্বর, ২০২৫
২৮ কার্তিক, ১৪৩২
১৩ নভেম্বর, ২০২৫, ২৮ কার্তিক, ১৪৩২

কালিহাতী ইউএনও’র বাবার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার অমিত দেবনাথের বাবা ইন্দ্র ভূষণ দেবনাথ মিন্টুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় বৃহস্পতিবার(৮ আগস্ট) ঢাকেশ্বরী মন্দিরে পালন করা হয়েছে। মাঙ্গলিক অনুষ্ঠানে প্রার্থনা, ধর্মীয় গ্রন্থ পাঠ ও প্রসাদ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অমিত দেবনাথের মাতা শিপ্রা রাণী নাথ, মামা পঙ্কজ কুমার নাথ এমপি, ভাই অর্ঘ্য প্রতীম নাথ, স্ত্রী প্রজ্ঞা সুষ্মিতা নিতু, মহানগর পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনরা।

বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী ইন্দ্র ভূষণ দেবনাথ ভোলা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, চেম্বার অব কমার্সের সহ-সভাপতি, হিন্দু বৈদ্য খিস্ট্রান ঐক্য পরিষদের উপদেষ্টা ও শ্রী শ্রী মদনমোহন জিউর আখরার সহ-সভাপতি ছিলেন। তিনি ৬৭ বছর বয়সে ২০১৭ সালে ফুসফুসে সংক্রমনজনিত রোগে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন। ভোলা সদর উপজেলার পাঁচ তহবিল নিজ গ্রামের বাড়িতে তাকে দাহ করা হয়।

কালিহাতীর ইউএনও অমিত দেবনাথ তার প্রয়াত বাবার আত্মার শান্তির জন্যে সবার কাছে আশির্বাদ কামনা করেছেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়