আজ- রবিবার | ৯ নভেম্বর, ২০২৫
২৪ কার্তিক, ১৪৩২ | দুপুর ১:৩১
৯ নভেম্বর, ২০২৫
২৪ কার্তিক, ১৪৩২
৯ নভেম্বর, ২০২৫, ২৪ কার্তিক, ১৪৩২

কালিহাতী উপজেলা পরিষদের বাজেট ঘোষণা

দৃষ্টি নিউজ:

কালিহাতী উপজেলা পরিষদের ২০১৯-২০২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। ২০১৯-২০ অর্থ বছরের জন্য চার কোটি ২১ লাখ ৬৬ হাজার টাকার বাজেট ঘোষণা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বিকম।
রোববার(২৬ মে) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান আনছার আলী বিকমের সভাপতিত্বে বাজেট সভায় প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার অমিত দেব নাথ, ভাইস চেয়ারম্যান মো. আখতারুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা পারভীন, কালিহাতী থানার ওসি (তদন্ত) মো. নজরুল ইসলাম। সভায় বাজেট উত্থাপন করেন উপজেলা নির্বাহী অফিসার অমিত দেবনাথ।
উল্লেখ্য, উন্মুক্ত বাজেট সভায় পৌর মেয়রদ্বয় সকল ইউপি চেয়ারম্যানবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, রাজনীতিক, মানবাধিকারকর্মী, পেশাজীবী, সুশীল সমাজের প্রতিনিধিসহ উপস্থিত সকলের পরামর্শ ও প্রস্তাবনা গ্রহনপূর্বক শিক্ষা, ভৌত অবকাঠামো ও আর্থ-সামাজিক অবকাঠামো খাতকে অগ্রাধিকার দিয়ে কালিহাতী উপজেলা পরিষদের ২০১৯-২০২০ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন উপজেলা চেয়ারম্যান আনছার আলী বিকম।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়