আজ- শুক্রবার | ১৩ ডিসেম্বর, ২০২৪
২৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ভোর ৫:৩৩
১৩ ডিসেম্বর, ২০২৪
২৮ অগ্রহায়ণ, ১৪৩১
১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ, ১৪৩১

কালিহাতী ও ঘাটাইলের ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের হানা

দৃষ্টি নিউজ:

Oplus_131072

টাঙ্গাইলের কালিহাতী ও ঘাটাইলের ছাড়পত্র বিহীন দুটি ইটভাটায় পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার(১৮ নভেম্বর) পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমীর নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত ওই অভিযান চালায়।

 

 

 

 

 

 

 

এসময় পরিবেশগত ছাড়পত্র না থাকায় কালিহাতী উপজেলার জয়নাবাড়ী এলাকার মেসার্স বেষ্ট ব্রিকসকে নগদ দুই লাখ টাকা জরিমানা এবং কাঁচা ইট ধ্বংস ও ভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। একইটিম ঘাটাইল উপজেলার সিংগুরিয়া এলাকায় অবস্থিত মেসার্স মিশাল ব্রিকসকে ভাটা কার্যক্রম বন্ধ রাখার কঠোর নির্দেশনা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

 

 

 

 

 

 

 

 

 

অভিযান পরিচালনাকালে টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক, সহকারী পরিচালক তুহিন আলম ও বিপ্লব কুমার সূত্রধর উপস্থিত ছিলেন। এসময় যৌথবাহিনীর সদস্যরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করে।

 

 

 

 

 

 

 

 

 

টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম জানান, পরিবেশ সুরক্ষায় টাঙ্গাইল জেলার সবগুলো অবৈধ ইটভাটায় পর্যায়ক্রমে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হবে।

 

 

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়